১. সাধারণ নীতিমালা:
বাহারি পণ্য ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করার মাধ্যমে আপনি আমাদের নীতিমালা মেনে নিচ্ছেন। প্রয়োজনে আমরা শর্তাবলীতে পরিবর্তন করতে পারি।

২. পণ্য ও মূল্য:
সব পণ্যের দাম বাংলাদেশি টাকায় (৳) প্রদর্শিত হয়। মূল্য বা অফার যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

৩. অর্ডার ও পেমেন্ট:
অর্ডার কনফার্ম হয় পেমেন্ট সম্পন্ন বা যাচাইয়ের পর। বিকাশ, নগদ, উপায় ও ক্যাশ অন ডেলিভারি গ্রহণযোগ্য।

৪. ডেলিভারি:
আমরা সাধারণত ৩ কর্মদিবসের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য সরবরাহ করি। আবহাওয়া বা বিশেষ পরিস্থিতিতে সময় বাড়তে পারে।

৫. রিটার্ন ও রিফান্ড:
পণ্য গ্রহণের ৭ দিনের মধ্যে ফেরত বা পরিবর্তন করা যাবে (যদি অক্ষত ও অপ্রয়োগিত থাকে)। টাকা ফেরত দেওয়া হবে একই মাধ্যমেই।

৬. ব্যক্তিগত তথ্য:
গ্রাহকের তথ্য নিরাপদ রাখা আমাদের অঙ্গীকার। বিস্তারিত জানতে আমাদের Privacy Policy দেখুন।

৭. দায় সীমাবদ্ধতা:
কুরিয়ার বিলম্ব, প্রযুক্তিগত সমস্যা বা তৃতীয় পক্ষের কারণে হওয়া ক্ষতির জন্য বাহারি পণ্য দায়ী নয়।

৮. আইনগত বিষয়:
সব শর্ত বাংলাদেশ সরকারের প্রযোজ্য আইনের আওতায় পরিচালিত হবে।